শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeমুল পাতাকক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রাইম ডেস্ক »

কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-আলী আকবর ডেইল তাবালের গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবালের গ্রামের সাহাব উদ্দিন লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার কামরুল ইসলাম উভয়কেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতে বড়ঘোপ জেলে পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তার বোন রুমা দাশ জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়