বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeমুল পাতাইউক্রেনীয় সেনাদের আবারও আত্মসমর্পণের প্রস্তাব রাশিয়ার

ইউক্রেনীয় সেনাদের আবারও আত্মসমর্পণের প্রস্তাব রাশিয়ার

প্রাইম ডেস্ক »

কৃষ্ণসাগরস্থ ইউক্রেনের বন্দর শহর মারিওপোলের আজভস্টাল ইস্পাত কারখানার আশপাশের এলাকায় লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের আবারও আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যদিও রাশিয়ান সংবাদমাধ্যম আরটি এই প্রস্তাবকে সুযোগ বলছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সুযোগের কথা বলা হয়। মস্কো সময় ২টা থেকে ৪টার মধ্যে আজভস্টালে লুকিয়ে থাকা ইউক্রেনীয় সেনারা অস্ত্র বা বিস্ফোরক ছাড়া বেরিয়ে এসে এই সুযোগ গ্রহণ করতে পারবে বলে জানানো হয় বিবৃতিতে। খবর আরটির।

বিবৃতিতে বলা হয়, আজভস্টালের ধাতব কারখানার বিপর্যয়কর পরিস্থিতি বিবেচনা করে…রাশিয়ান সশস্ত্র বাহিনী আবারও জঙ্গি জাতীয়তাবাদী ব্যাটালিয়নস এবং বিদেশি ভাড়াটেদের শত্রুতা বন্ধ করে মস্কো সময় ১৯ এপ্রিল দুপুর ১২টা থেকে অস্ত্র ফেলে আত্মসমর্পণের প্রস্তাব করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, যারা আত্মসমর্পণ করবে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে গত রোববার মারিওপোলে যুদ্ধরত সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয় রাশিয়া। ওই প্রস্তাবে সাড়া দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করে দিয়েছিল মস্কো। কিন্তু ইউক্রেনীয় সেনারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়