বুধবার, জুলাই ৯, ২০২৫
spot_img
Homeমুল পাতাপেনিনসুলায় সীফুড ফেস্টিভ্যাল শুরু

পেনিনসুলায় সীফুড ফেস্টিভ্যাল শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের জিইসির মোড়ের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বে অব বেঙ্গল বাইটস’ নামের সীফুড ফেস্টিভ্যাল।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় তাজা সামুদ্রিক মাছের বৈচিত্র্যময় খাবারের বড় আয়োজন নিয়ে পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে।

দ্য পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণাবর্ধন ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, পেনিনসুলার শেফ, বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

বিশেষায়িত এই সীফুডে ফেস্টিভ্যালে পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে সমুদ্রের তরতাজা সী ফুডের দেশীয় এবং আন্তর্জাতিক মেনুতে সাজানো হয়েছে ফেস্টিভ্যাল বুফে। সুস্বাদু সীফুড টেরিন থেকে শুরু করে সামুদ্রিক লাক্ষা, কিং প্রণ, প্রম্প্রেট, আরাবিয়াটা, সিঙ্গাপুর চিলি ক্র্যাব, সীফুড থার্মিডোর, স্কুইডসহ নানা সী ফুডের মেনু রয়েছে এই ফেস্টিভ্যালে। এ ছাড়া লাইভ স্টেশন, আকর্ষণীয় সীফুড সালাদ এবং সুমিষ্ট ডেজার্টের আয়োজন তো আছেই।

নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফারে ৬ হাজার টাকায় উপভোগ যাবে ফেস্টিভ্যাল বুফে। এ ছাড়া ৩ হাজার ৯০০ টাকায় থাকবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি (নির্দিষ্ট ব্যাংক কার্ডের মাধ্যমে)।

সামুদ্রিক খাবারপ্রেমীরা বে অব বেঙ্গল বাইটস সীফুড ফেস্টিভ্যালে নতুন স্বাদের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পাবেন বলে জানালেন হোটেলটির এক্সিকিউটিভ শেফ। বিস্তারিত ফোনে (০১৭ ৫৫৫৫ ৪৫৫১ বা ০১৭ ৫৫৫৫ ৪৬১৭) জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়