বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeমুল পাতাআবারও জেলা পরিষদের প্রশাসক হলেন এম এ সালাম

আবারও জেলা পরিষদের প্রশাসক হলেন এম এ সালাম

প্রাইম ভিশন ডেস্ক »

সারা দেশে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তাদের নিয়োগের প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।
এদিকে সদ্য ভেঙে দেওয়া চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম (এম এ সালাম)। তাকেই আবার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এম এ সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি জেলা প্রশাসক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন।
গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়