প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বৃহস্পতিবার সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নিতে সকলের প্রতি আহ্বান জানান।
একই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনকেও হুমকি দেন। তিনি তার বক্তব্যে বলেন, চীনসহ সবার নিয়ম মেনে চলা উচিত।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াং ওয়েনবিন নামে একজন মুখপাত্র বলেছেন, ন্যাটো অন্য দেশগুলোকে নিয়ম মেনে চলতে বলে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে অনেক স্বাধীন দেশে যুদ্ধ বাঁধিয়েছে, বোমা হামলা করেছে, বেসামরিক লোকদের হত্যা করেছে এবং অনেককে বাস্তুচ্যুত করেছে।
চীনের এ মুখপাত্র এরপর গুরুতর অভিযোগ করে বলেছেন, ন্যাটো নর্থ আটলান্টিকের একটি সংগঠন যেটি এখন এশিয়া-প্যাসিফিকে এসেছে যুদ্ধ বাঁধাতে এবং দ্বন্দ্ব লাগাতে।
তিনি আরও বলেন, ন্যাটো ইউরোপের দ্বন্দ্ব লাগিয়েছে। এখন এটি চাচ্ছে এশিয়া-প্যাসিফিকে দ্বন্দ্ব লাগাতে এমনকি পুরো বিশ্বে।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর চীনকে পশ্চিমা দেশগুলো হুশিয়ারি দিয়েছে, তারা যেন রাশিয়াকে কোনোভাবেই কোনো সামরিক সহায়তা না দেয়।