রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeসংবাদআন্তর্জাতিকইউক্রেনে ছড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস

ইউক্রেনে ছড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের একটি রাসায়নিক কারখানার ফুটো দিয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়াতে শুরু করায় উত্তরাঞ্চলীয় শহর নভস্লিটসিয়ার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সোমবার একজন কর্মকর্তা এ কথা জানান।

এদিকে এই এলাকায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের তুমুল লড়াই চলছে। সুমির আঞ্চলিক গভর্ণর দিমিত্রো ঝিভিতস্কি জানান, সুমিখিমপ্রম সার কারখানার ফুটো থেকে অ্যামোনিয়া নির্গত হয়ে এটি ২.৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারন জানা যায়নি। তবে এর প্রভাব এড়াতে বাসিন্দাদের ভবনের বেসমেন্ট কিংবা নিচু কোন জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

ঝিভিতস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন, অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা। তাই সুরক্ষার জন্য সকলের বেসমেন্ট অথবা নিচু ফ্লোরে আশ্রয় নেয়া উচিত।

তিনি আরো জানান, ক্রুরা সুমি শহরের কাছের এ কারখানায় বাতাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।রাজধানী কিয়েভ থেকে ২২০ মাইল পূর্বে সুমি শহরের কাছের এই কারখানায় রাসায়নিক সার উৎপন্ন  হয়।

যুদ্ধ পূর্বকালে এই শহরে প্রায় আড়াই লাখ লোকের বসবাস ছিল। কয়েক সপ্তাহ ধরে এখানে তুমুল লড়াই চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়