রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeসংবাদজাতীয়ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ আজ (১৪ মার্চ) দেশে পৌঁছেছে।

দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।

এর আগে রোববার (১৩ মার্চ) হাদিসুরের মরদেহ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও, রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে তুষারপাতের কারণে একটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়।

দু-একদিনের মধ্যে লাশ ঢাকায় আসবে বলে আশা করেছিল বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

এর আগে শনিবার রাতে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেছিলেন, “রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় নাবিক হাদিসুরের লাশ তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। বাংলাদেশ সময় ২টায় হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।”

গত শুক্রবার হাদিসুরের লাশ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়।

এদিকে, ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের লাশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস।

গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রোমানিয়ায় অবস্থান করা ২৮ নাবিককে বাংলাদেশে নিয়ে আসা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়