বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeসংবাদসারাদেশপদ্মা সেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব বাড়বে: ভারতীয় হাইকমিশনার

পদ্মা সেতু চালু হলে বরিশালের বাণিজ্যিক গুরুত্ব বাড়বে: ভারতীয় হাইকমিশনার

প্রাইম ডেস্ক »

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল ও আকাশপথে সারাদেশের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশালের দূরত্ব কমবে, বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়বে।

বৃহস্পতিবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কবি জীবনানন্দ দাশ, শেরেবাংলা একে ফজলুল হকসহ গুণীজনদের পুণ্যভূমি বরিশাল। বরিশাল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি খুবই আনন্দিত। এবারে খুব অল্প সময়ের জন্য এলেও খুব শিগগির আমি সময় নিয়ে বরিশাল এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসব।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক অপূর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ, শাওন খান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গাজী শাহ রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বশির আহমেদ, সাবেক কোষাধক্ষ্য আরিফ সুমন, দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক অলিউল ইসলাম, আলামিন জুয়েল, সদস্য রেহমান আনিস, মহসিন সুজন, তন্ময় তপু, এসএ মিনার, বায়েজিদ পান্নু, আবুল বাশার, বিপ্লব কর্মকার, এন আমিযন রাসেল, টিটু দাস, সাইফুল ইসলাম, আমিন শুভ, রাসেল পারভেজ সোহাগ, সাংবাদিক শাকিল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বরিশালে এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এলেন। অতিথিকে স্বাগত জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়