বুধবার, জুলাই ৯, ২০২৫
spot_img
Homeসংবাদসারাদেশরোটারী ক্লাব অব গুলশান ওয়ানের খাদ্য সামগ্রী বিতরণ

রোটারী ক্লাব অব গুলশান ওয়ানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রাইম ডেস্ক »

স্বাধীনতা দিবসে রোটারী ক্লাব অব গুলশান ওয়ান এর পক্ষ থেকে রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের মধ্যে আনুমানিক ৫ দিনের জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গুলশান ওয়ান এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার, রোটারিয়ান ফারুক আহমেদ, রোটারিয়ান রোটারিয়ান তানভীর আহমেদ আলো, রোটারিয়ান আবদুল্লাহ-ই-সৈকত, রোটারিয়ান মো. ওমর হাসান প্রমুখ।

মিরপুর মডেল থানার  কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন। খাদ্যসামগ্রী বিতরনকালে স্থানীয় আওয়ামী লীগের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট মিরপুর মডেল থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মাঠপর্যায়ে উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দকে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন মানবতার কল্যাণে রোটারির এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তির প্রায় দুই শতাধিক ঘর পুড়ে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়