প্রাইম ডেস্ক »
এসএ গ্রুপের পৃষ্ঠপোষকতা বন্দর নগরী চট্রগ্রামে (১৮ মার্চ) থেকে শুরু হয়েছে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে ২০২২( পুরুষ ও মহিলা) ।
দশ দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইন্ডিয়া, পাকিস্থান, শ্রীলংকা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও মিশরের খ্যাতিমান স্কোয়াশ খেলোয়াড়রা।
এই উপলক্ষে টুর্নামেন্ট ভেনু চিটাগাং ক্লাবে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান, এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রীগেডীয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন ও চট্টগ্রাম ক্লাবের নির্বাহীপর্ষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণ কারী খেলোয়াড়েরা, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ । টুর্নামেন্টটি চলবে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত।
চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান বলেন, তরুণ প্রজন্মেকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে আমরা আগামীর জন্য ভাল একটি প্রজন্ম রেখে জেতে পারব। বিদেশি খেলোয়াড়রা এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে যা বাংলাদেশের সুনামকে আরও বাড়িয়ে দেবে।
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম বলেন, বঙ্গমাতার স্মরণে এইটুর্নামেন্টের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে সৌভাগ্যবান বলে মনে করছি।
বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়দের সাথে খেলবে আমাদের দেশের খেলোয়াড়রা এবং এই সুযোগ কাজে লাগিয়ে তারা নিজেদের দক্ষতাকে শাণিত করতে পারবে এবং নিজেদেরকে যোগ্যতম প্রতিদন্ধি হিসাবে গড়ে তুলে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করতে পারবে। তিনি আরও বলেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ খেলা ধুলার মান উন্নয়নে প্রশিক্ষনের ব্যবস্থা, নতুন খেলোয়াড় তৈরি সহ সার্বিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।
স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম বলেন, ছেলে ও মেয়েদের নিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা একই সময়ে আয়োজন বেশ চ্যালেঞ্জিং কাজ। চট্রগ্রাম থেকে এটিই প্রথম ও বৃহৎ আন্তর্জাতিক টুর্নামেন্ট যা চট্রগ্রামের ভাবমূর্তিকে বিশ্বে কাছে তুলে ধরবে।