প্রাইম ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন সড়কে মিনি ট্রাকের চাপায় অটোরিকশার (সিএনজি) চারজন যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শেফায়েত হোসেন।
তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
এর আগে লোহাগাড়ায় গত ২১ মার্চ সড়ক দুর্ঘটনায় ৫ বন্ধুর মৃত্যু হয়।