প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁকখালী নদীর মোহনা থেকে শনিবার রাতে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
জহিরের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
জহিরের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু লোহাগাড়া থেকে শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারে পৌঁছান। এরপর দুপুরে তারা সবাই সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় জহির সাগরে তলিয়ে যান।
জহিরের ভাই জমির উদ্দিন বলেন, জহির নিখোঁজের ২৪ ঘণ্টা পর পুলিশ লাশ উদ্ধার করে আমাদের খবর দেয়। লাশ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁকখালী নদীর মোহনা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।