শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeবিনোদনবিয়ে নিয়ে যা বললেন উর্বশী

বিয়ে নিয়ে যা বললেন উর্বশী

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে একটা সময় শোনা গিয়েছিল ক্রিকেটার উইকেটরক্ষক ঋষভ পান্তের ‘সম্পর্ক’ রয়েছে। কিন্তু দুজনের কেউই সেটি স্বীকার করেননি। যদিও বিভিন্ন সময় বাকযুদ্ধে জড়িয়েছেন তারা। তবে ঋষভ পান্ত অসুস্থ হতেই তাকে দেখতে গিয়েছিলেন উর্বশীর মা। ক্রিকেট তারকার পথ দুর্ঘটনার সময় তার জন্য আরোগ্য কামনাও করেছিলেন অভিনেত্রী।

যদিও ঋষভ ছাড়া আর কারও সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়নি। তবে বিয়ের ইচ্ছে রয়েছে উর্বশীর। কিন্তু বিয়ে করতে পারছেন না। কারণ তার জীবনে এ মুহূর্তে নাকি ‘কাটনি যোগ’ চলছে। আসলে জ্যোর্তিবিদ্যায় বিশ্বাসী উর্বশী সেই অনুযায়ী, এ যোগ চলাকালীন বিয়ে না করাই উচিত বলে জানিয়েছেন।

এ মুহূর্তে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ ছবিটি মুক্তি পেয়েছে। উর্বশী সর্বত্রই ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সামাজিক মাধ্যম হোক কিংবা কোনা অনুষ্ঠানে— এ মুহূর্তে নিজের ছবির প্রচার ব্যতীত কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছেন না অভিনেত্রী।

আবার মাঝে মধ্যে এমন সব জবাব দিচ্ছেন, তা নিয়ে হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে এসবে কান দিচ্ছেন না উর্বশী। তিনি তার মতোই রয়েছেন। সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, এ মুহূর্তে বিয়ে করার সম্ভাবনাই নেই। আগামী আড়াই বছর বিয়ে করতে পারব না। কারণ আমার ‘কাটনি যোগ’ চলছে। সেই কারণে এখন বিয়ে নিয়ে ভাবছি না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার