বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeবিনোদনআলিয়ার বন্ধনে র‌ণবীর

আলিয়ার বন্ধনে র‌ণবীর

প্রাইম ডেস্ক »

অনেক দিন পরে বলিউডের কোনও আলোচিত যুগল ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতারা হোটেলের বদলে বিয়ে সারলেন মুম্বাইয়ে নিজেদের বাড়িতে। আলিয়া ভাট ইনস্টাগ্রামে বিয়ের ছবি দিয়ে জানিয়েছেন, যে স্থানে গত পাঁচ বছর তাঁরা অসংখ্য মুহূর্ত কাটিয়েছেন, ঠিক সেই জায়গাতেই বিয়ে সেরেছেন তারা— তাদের প্রিয় বারান্দায়। বিয়ের ভেন্যুর মতই চমক ছিল কনের সাজেও।

সাম্প্রতিক সময়ে বলিউডে যে ক’টা ‘হাই প্রোফাইল’ বিয়ে হয়েছে, তাদের মতোই আলিয়া-রণবীরেরও পোশাকশিল্পী ছিলেন ইন্ডাস্ট্রির প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়ই। কিন্তু অন্য বলিউডি কনের চেয়ে আলিয়ার সাজ ছিল স্বতন্ত্র। লাল, গোলাপি, কমলা লেহেঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগানজা শাড়ি বেছে নিয়েছিলেন তিনি। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। সেই সুতোর টানে বিয়ের প্রজাপতি ফুটে উঠেছিল আলিয়ার শাড়িতে। মাথায় ছিল সব্যসাচীরই মাথাপট্টি। কিন্তু চুল খোলা।

বরমালাও ছিল অন্য রকম। বেলি ফুল আর জিপসি দিয়ে তৈরি বরমালা যেমন অন্য রকম, তেমনই আলিয়ার কলিরে (হাতের অলংকার) সোনালির বদলে ছিল রূপালি রঙের। আলিয়ার হাতে মেহেদিও ছিল ছিমছাম। বোঝাই যাচ্ছে বর-কনে একটু ছিমছাম অভিজাত সাজ চেয়েছিলেন বিয়ের জন্য।

সাম্প্রতিক সময়ে বিয়ে করা বলিউডের সব কনেদের খানিকটা একই রকম লেগেছে দেখতে। কারণ তারা সকলেই সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা পরেন, তার গয়না পরেন, তার পরামর্শ অনুযায়ী চুল বাঁধেন, এমনকি সিঁদুরও পরেন।

প্রথম এই সাজে নজর কেড়েছিলেন আনুশকা শর্মা। বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ে সে সময়ে ছিল রূপকথার মতো। যেমন ঝকঝকে সাজ, তেমন সুন্দর ছবি, তেমনই মন জুড়ানো হাসি। লাল-কমলার ছক ভেঙে আনুশকাও বেছে নিয়েছিলেন হালকা গোলাপি লেহেঙ্গা। তবে দিল্লির রিসেপশনে কিন্তু সব্যসাচী আদ্যপান্ত বাঙালি সাজে সাজিয়েছিলেন আনুশকাকে। বেনারসী শাড়ি, মাথায় সিঁথি ভরা সিঁদুর আর পরিপাটি করে চুল বাঁধা সাজ মনে ধরেছিল সকলের। তারপর অনেকেই একে একে সব্যসাচীর লেহেঙ্গা বেছে নিয়েছেন বিয়ের দিন, আর শাড়ি পরেছেন রিসেপশনে।

রণবীর সিংহ-দীপিকার পাড়ুকোনের বিয়েতে ছিল একাধিক আচার-অনুষ্ঠান। দু’মতে বিয়ে হয়। পাঞ্জাবি বিয়েতে তিনি লেহেঙ্গাই পরেছিলেন। কিন্তু কোঙ্কানি বিয়েতে তিনি কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন। সেটি অবশ্য ছিল মায়ের পছন্দের দোকান থেকে কেনা। ওড়না ছিল সব্যসাচীর। ইনস্টাগ্রামে সব্যসাচী বিয়ের ছবি দিতেই চার দিকে ধন্য ধন্য পড়ে গিয়েছিল।

বলিউডে বিয়ের দিন শাড়ি পরার চল কিন্তু কয়েক বছর আগে পর্যন্তও ভালই ছিল। মাধুরী দীক্ষিত, শিল্পা শেঠি, কাজল, ঐশ্বরিয়া রাই— সকলেই শাড়ি পরেছিলেন বিয়ের দিনটায়। কিন্তু তারপরই হঠাৎ বদলে গেল ছবিটা। কারিশমা কাপুর তার বিয়েতে লেহেঙ্গা পরেন। কারিনা কাপুরও বিয়েতে শারারা-কুর্তা পরেছিলেন। তারপর থেকে কমবেশি সকলেই লেহেঙ্গা বেছে নিতেন বিয়ের অনুষ্ঠানের জন্য। এমনকি, বঙ্গললনা বিপাশা বসুও বিয়ের দিন মাথায় বাঙালি মুকুট পরলেও তার পরনে ছিল লাল লেহেঙ্গাই।

আনুশকা শর্মার পর সব্যসাচীর লেহেঙ্গার চাহিদা আরও বেড়ে যায়। তাকে দেখে লেহেঙ্গা পরা শুরু করেন বলিউডের অভিনেত্রী থেকে ভারতের সাধারণ তরুণীরা। শাড়িও অবশ্যই থাকত। কিন্তু তা রিসেপশনের জন্য। বহু দিন পর আলিয়া ভাট সেই ধারা ভাঙলেন। বিয়ের অনুষ্ঠানেই শাড়ি পরলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি