শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেসড়কে প্রাণ গেল ৫ তরুণের

সড়কে প্রাণ গেল ৫ তরুণের

প্রাইম ডেস্ক »

লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ৫ বন্ধু প্রাইভেটকারে করে বেড়াতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফারুক জাহানের ছেলে রিজভী সাকিব (২৪), লোহাগাড়া আমিরাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে হারুনুর রশিদ (৩১),  নগরীর অলংকার সাগরিকা এলাকার সালামত আলীর ছেলে মো. মনসুর আলী (২৮), সাতকানিয়ার ছমাদার পাড়ার নওশের আলীর ছেলে খুরশিদ আলী সাদ্দাম (২৮) এবং পাহাড়তলী এলাকার খাইরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের আধুনগর ইউপি কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী ও চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া সদরের বেসরকারি মা-মণি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত মনসুরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তিনিও মারা যান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়