শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeটপ নিউজ১৩৩ যাত্রী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ

১৩৩ যাত্রী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ

প্রাইম ডেস্ক »

১৩৩ জন যাত্রী নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই সংবাদ জানানো হয়।

চীনের দক্ষিণ-পশ্চিমে গুয়ানজি অঞ্চলের উঝাও শহরের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হয় বোয়িং ৭৩৭ বিমানটি। বিমান ধসের ঘটনায় আগুনের সূত্রপাত হয়েছে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চীনের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে, চায়না ইস্টার্ন ফ্লাইট- এম ইউ ৫৭৩৫ সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় কুনমিং শহর থেকে উড্ডয়নের পরে গুয়াংজুতে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি।

টুইন-ইঞ্জিন এবং সিঙ্গেল আইলের বোয়িং ৭৩৭ বিমান স্বল্প ও মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য বিশ্বের জনপ্রিয় বিমানগুলোর অন্যতম।

অন্যদিকে চায়না ইস্টার্ন চীনের তিনটি প্রধান এয়ারলাইনসের একটি; প্রতিষ্ঠানটি এখনও বিমান বিধ্বস্ত প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়