রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেচবি শিক্ষার্থীকে মারধর, প্রধান ফটকে তালা দিল শিক্ষার্থীরা

চবি শিক্ষার্থীকে মারধর, প্রধান ফটকে তালা দিল শিক্ষার্থীরা

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়েছে তার সহপাঠী ও আইন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। এসময় তারা হামলার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টরের আশ্বাসে প্রধান ফটক খুলে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের বন্ধু কফিল উদ্দিনের উপর গতকাল নির্মভাবে হামলা করা হয়েছে। আমাদের বন্ধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের বন্ধুর উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে।

এর আগে গতকাল রোববার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র কফিল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায় ৫-৬ জন। এসময় তারা কফিলের মাথায় ও শরীরে রড ও ইট দিয়ে এলোপাথাড়ি মারধর করে। তার মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, সহপাঠীকে মারধরের প্রতিবাদে আন্দোলন নেমেছিল ছাত্ররা। আমরা আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়