বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম-কক্সবাজারের স্পেশাল ট্রেন চলবে ২৪ জুলাই পর্যন্ত

চট্টগ্রাম-কক্সবাজারের স্পেশাল ট্রেন চলবে ২৪ জুলাই পর্যন্ত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি আগামী ২৪ জুলাই পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ রবিবার বিকালে রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের চলাচল ২৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ট্রেনে ১৬টি কোচ থাকবে। আসন সংখ্যা ৭৪৩টি।

রেলওয়ের তথ্যমতে, ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ একটি ট্রেন চালু করা হয়। যাত্রী চাহিদা ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি ৩০ মে পর্যন্ত চালু রাখা হয়েছিল। পরে ইঞ্জিন ও জনবল সংকটের কারণে ৩১ মে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।

তবে ঈদুল আজহা উপলক্ষে গত ১২ জুন থেকে আবারও বিশেষ ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি আগামী মঙ্গলবার (২৫ জুন) থেকে বন্ধ রাখার কথা রয়েছে। ট্রেনটি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রীদের মাঝে।

যাত্রীদের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতে সড়কই ছিল একমাত্র পথ। বিমান এবং নৌ যোগাযোগ নেই। সময় ও অর্থ সাশ্রয়, নিরাপদ এবং আরামদায়ক এই বিবেচনা ট্রেনের এই স্পেশাল সার্ভিসটি জনপ্রিয়তা পায় ব্যাপক।

চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালু না হলে ২ আন্তঃনগর ট্রেন বন্ধের হুঁশিয়ারি
চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়কপথের দূরত্ব ১৪৫ কিলোমিটার। যেখানে বাসে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। নন এসি বাসে ৪২০ টাকা, এসি বাসে এক হাজার টাকা ভাড়া নেওয়া হয়। এর বিপরীতে ট্রেনে নন এসি শোভন চেয়ারের ভাড়া ২৫০ টাকা, এসি স্নিগ্ধা চেয়ারের ভাড়া ৪৭০ টাকা। ট্রেনে যেতে সময় লাগে ৩ ঘণ্টা ২০ মিনিট।

এর আগে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি স্থায়ীভাবে চালুর দাবি জানান সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অন্যথায় এ রুটের দুটি আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেসের চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়