শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের বোয়ালখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রাইম ডেস্ক »

চট্টগ্রামের বোয়ালখালীতে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্ততঃ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের আন্দোলনে সোমবার সকাল থেকে কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।

সোমবার সকাল ৮টা থেকে বোয়ালখালীর কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে রিজেন্ট টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ রয়েছে। একাধিকবার শ্রমিকরা আন্দোলন করেও কোন লাভ হয়নি। শ্রমিকদের অন্দোলনের মুখে মালিক পক্ষ বৃহস্পতিবার বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও রবিবার রাতে কারখানা কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করেন নোটিশ টাঙিয়ে দেন। সকালে কাজে এসে শ্রমিকরা যখন বিষয়টি জানতে পেরে আন্দোলন শুরু করে। শ্রমিকদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়