মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি কারা কর্তৃপক্ষের।

মারা যাওয়া দুজনের মধ্যে ৪০ বছর বয়সি বাবুল মিয়া ছিলেন হাছনদণ্ডীর বাসিন্দা। আর ৪৫ বছর বয়সি রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে। তিনি মারামারি এবং বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, রফিক ও বাবুল দুজনই চন্দনাইশ থানার আলাদা দুটি মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে রফিক গত ২৭ মার্চ এবং বাবুল গত বছরের ১৮ নভেম্বর কারাগারে আসেন।

সোমবার ভোরে ঘণ্টাখানেকের ব্যবধানে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা মারা যান।

জেলার তারিকুল আরও বলেন, বাবুল রোজা রাখার জন্য সেহরি খেয়েছিল। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করার কথা জানান। আর রফিক অসুস্থতা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়