প্রাইম ডেস্ক »
ব্যাটে-বলে শাসন করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশরেই কী করুণ হাল টেস্ট সিরিজে। সামান্যতম লড়াইও এখানে হয়ে উঠলো পরম আরাধ্যের বিষয়। যে স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করায় বাংলাদেশের জুরি নেই, সেই স্পিনেই এবার রচিত হলো অস্বস্তির এক অধ্যায়। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ ও সাইমন হার্মারের স্পিন ছোবলে বিধ্বস্ত বাংলাদেশ মেনে নিলো বড় হার।
ডারবানের কিংসমিড স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে হেরে গেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৩ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের দলের দ্বিতীয় ইনিংস। এতে অস্বস্তির এক রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের।
টেস্টে চতুর্থ ইনিংসে এটাই বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস। আগের সর্বনিম্ন ছিল ৯০ রানের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২০১৭ সালে।
ওয়ানডে ও টেস্টের বৈপরীত্যের মতো দুই ইনিংসের লড়াইয়েও অনেক পার্থক্য। প্রথম ইনিংসের পিছিয়ে থাকলেও লড়ছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরির সঙ্গে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের ছোট ছোট ইনিংস মূল্য যোগ করেছিল। সেই দলটিই দ্বিতীয় ইনিংসে অচেনা পথে হেঁটে মেনে নিলো বড় হার।