বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় অবস্থান নিয়ে যা জানালো র‍্যাব

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় অবস্থান নিয়ে যা জানালো র‍্যাব

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতায় পালিয়ে গিয়ে সেখানকার একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এমন ভিডিও প্রকাশ করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে র‍্যাবের ভূমিকা কেমন ছিল তা জানতে চাওয়া হলে তারা বলেছেন, র‍্যাব এ কাজে কোনো অবহেলা করেনি। তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে যাচ্ছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলাসা করেন মিডিয়া উইংয়ের প্রধান লে. কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, এখানে র‍্যাবের উদাসিনতা বা গাফিলতি ছিল তা বলতে চাই না। আমাদের ওপর যে দায়িত্ব, আমাদের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমাদের কর্ম পরিধির মধ্যে যতটুকু করা দরকার আমরা তা করেছি।

গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সমাজে অপরাধ থাকবে বলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‍্যাব আছে। যদি অপরাধ নির্মূল হয়ে যেতো তাহলে কিন্তু সমাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকত না।

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর