প্রাইম ডেস্ক »
করোনাভাইরাস সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা করেছে জাপান। এরই মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ১০৬ দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি।
বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক হালনাগাদ তথ্যে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ১০৬ দেশের নাগরিকদের জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু পর্যটন উদ্দেশ্যে ভ্রমণ করতে চাওয়া বিদেশিদের এখনও জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশিরভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে অন্যান্য অনেক উন্নত দেশ।