প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ব্রিজঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ইব্রাহিম আলম মাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মাহিম ইছানগর ব্রিজঘাট এলাকার চৌধুরী বাড়ীর মাহবুব আলমের ছেলে।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়েছিলেন মাহিম। একপর্যায়ে দুষ্টুমির ছলে একটি সাম্পানে উঠে সেখান থেকে নদীতে ঝাঁপ দিলে আর উঠে আসেননি তিনি। সঙ্গে থাকা বন্ধুরা প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শেষে তাকে উদ্ধার করে ডুবুরি দল। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
মাহিমকে হাসপাতালে নেয়া মোহাম্মদ সাব্বির জানান, হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা মাহিমকে মৃত ঘোষণা করেন।