প্রাইম ডেস্ক »
রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেল পাঁচটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিজানুর রহমান, ইব্রাহীম ও আলমগীর হোসেন। নিহতরা জেলা শহরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে দুই মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম শহর থেকে আপেল আনার জন্য যাচ্ছিলেন ।পথে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ইফতার করার জন্য রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার মঘাইছড়ি পাহাড়ের ঢালু সড়কে পৌঁছালে দ্রুত মোটরসাইকেল চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
সূত্রে আরো জানা গেছে, রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় একটি ভবন থেকে ছাদ পা পিছলে পড়ে আলমগীর হোসেন নিহত হন।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।