প্রাইম ডেস্ক »
দেশের সব সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের এ মাসের বেতন আগামী ২৫ এপ্রিল দেওয়া হবে।
রোববার অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, আগামী ৩ মে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।
এ কারণে ২৫ এপ্রিল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একইভাবে পেনশনভোগীরাও একই তারিখে তাদের মাসিক পেনশন পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।