প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে একদিনে পৃথক ঘটনায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থানার রেল স্টেশন বাজারে মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফরিদ পাহাড়তলী রেল স্টেশন বাজার এলাকায় একটি দোকান দেওয়ার পর তার কাছে চাঁদা দাবি করছিল একটি গ্রুপ। চাঁদা না দেওয়ার তারাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো. ফরিদের। তার আগে শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন বাজার এলাকায় তাকে মারধর করা হয়। নিহত ফরিদ আই ডব্লিউ কলোনির জাফর আহমদের ছেলে।
চট্টগ্রামে মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
চট্টগ্রামের চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মোছা. রাজিয়া বেগম (৫৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (৭ মে) রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
বাসচাপায় পথচারী নিহত
বন্দর থানার বারেক বিল্ডিং মোড় এলাকায় ১০নং সিটি বাসের ধাক্কায় আব্দুল গাফফার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৭মে) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল গাফফার নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে। চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।