শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeটপ নিউজ চট্টগ্রামে গুদামে মিলল হাজার লিটার তেল

 চট্টগ্রামে গুদামে মিলল হাজার লিটার তেল

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর ষোলশহর এলাকার কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকানের গুদামে মিলল ১ হাজার লিটার সয়াবিন তেল।

২ নম্বর গেটের খাজা স্টোরের মালিক আবদুল হাকিম। তার দোকানের নিচে গুদামঘর। সেখানে তিনি মজুত করেছিলেন ১ হাজার লিটার সয়াবিন তেল।

আজ রোববার বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মজুত করা এসব তেল বের হয়ে আসে। পরে ‘অবৈধভাবে’ গুদামে তেল ও মেয়াদোত্তীর্ণ ঘি রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় আবদুল হাকিমকে।

ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ওই দোকানে মেয়াদোত্তীর্ণ ঘি পাওয়া গেছে। পাশাপাশি দোকানমালিক বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য অবৈধভাবে মজুত করেছেন। এ দুই অপরাধে তাঁকে জরিমানা করা হয়েছে। আর তেলগুলো আশপাশের দোকানদারদের কাছে গায়ের দামে বিক্রি করে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়