রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতা১৫৮ সমন্বয়ককে বৈঠকে ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৫৮ সমন্বয়ককে বৈঠকে ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণে ১৫৮ সমম্বয়ককে বৈঠকে ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়।

নোটিশে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে, চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সবার উপস্থিতি ও অংশগ্রহণ এ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়