রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতাস্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে জুলাই আন্দোলনে আহতদের ক্ষোভ

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে জুলাই আন্দোলনে আহতদের ক্ষোভ

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেছেন আহতরা। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির ওপর উঠে যান।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান। কিন্তু তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় আহতরা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন। এরপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্রিটিশ হাইকমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা অন্য গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন।

জানা যায়, ঘটনাটি নিটোরের সামনে ঘটলেও অধিকাংশ বিক্ষোভকারীরা ছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, আহতদের প্রত্যাশা ছিল স্বাস্থ্য উপদেষ্টা যেন সবার খোঁজ খবর নেন। সমস্যা শুনে সমাধানের কার্যকর উদ্যোগ নেন। কিন্তু মনের কথাগুলো শোনাতে না পেরে আহতরা ক্ষুব্ধ হয়ে যান।

এসময় কেউ কেউ চিকিৎসার মান নিয়ে অভিযোগ করেছেন।

জানা যায়, আহতরা বিক্ষুব্ধ হয়ে উঠলে স্বাস্থ্য উপদেষ্টা নির্ধারিত প্রেস ব্রিফিং না করেই চলে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়