বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeমুল পাতা‘হাউ ফানিতে’ দুই ভাইরাল একসঙ্গে !

‘হাউ ফানিতে’ দুই ভাইরাল একসঙ্গে !

প্রাইম ডেস্ক »

আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর। গানের শিরোনাম ‘হাউ ফানি’; কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

ভুবন বাদ্যকরের ভাষ্য, ‘দুজন দুই বাংলার ভাইরাল একসঙ্গে হয়েছি। এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে।’

এ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, ‘আমি এখন কলকাতায়; গান রেকর্ডিং করছি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না।’

‘‌কাঁচা বাদাম’ গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল‌ হয়েছিলেন বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। গানের লেখা তাঁর, সুর তাঁর এমনকি গেয়েছেন তিনি। অন্যদিকে হিরো আলম অভিনয় দিয়েও আলোচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়