শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
spot_img
Homeমুল পাতাআমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি : পরীমনি

আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি : পরীমনি

প্রাইম ভিশন ডেস্ক »

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় শনিবার একটি শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকার পরীমণির। তবে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

হেফাজতে ইসলামসহ বেশকিছু স্থানীয় সংগঠন পরীমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। একপর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরী মণি লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি।’

তিনি আরও লেখেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবীন, পড়শী—এর আগে তারাও এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে আসলে কী প্রমাণ করতে চাইছেন তারা?’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আর কী বলার আছে… এ দেশে সিনেমা কিংবা বিনোদনের সবকিছু বন্ধ করে দেওয়া হোক তাহলে। আমরা কি ধরে নেব, আমরা শুধু ইমোশনালি ব্যবহৃত হয়েছি তখন? নাকি এখন হচ্ছি? কোনটা?’

শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন চিত্রনায়িকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কমলো বিমানের ভাড়া

চবিতে ১০ জন ছাত্রীকে বহিষ্কার