রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img
Homeমুল পাতাপাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় মানিক মিয়া (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের আবু ছৈয়দের ছেলে। তার এক মেয়ে রয়েছে।

নিহত যুবকের ভাই মোহাম্মদ মারুফ বলেন, নিহত মানিক তার বন্ধু মিন্টুর বড় ভাই রাসেলকে এক লাখ টাকা ধার দিয়েছিল। মানিক মিয়ার হঠাৎ টাকা প্রয়োজন হওয়ায় সোমবার রাতে রাসেলের কাছ টাকা চাইলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল।

আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে মানিক মিয়া ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়