প্রাইম ডেস্ক »
পর্দা নামলো মুন্নু সিরামিক প্রেজেন্টস গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২২ এর। কর্মব্যস্ত জীবন, অসহনীয় গরম ও ভিড়ের মাঝে মার্কেট ঘুরে ঈদের কেনাকাটা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। তাদের ভোগান্তি নিরসনে এক ছাদের নিচে সব রকমের আয়োজন নিয়ে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী এই মেলা। এতে গোল্ড স্পন্সর হিসেবে ছিল ভেনেটা ফার্নিচার।
চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে ১৪ এপ্রিল বৃহস্পতিবার শুরু হয় এ মেলার। ১৬ এপ্রিল শনিবার রাত ১২টা পর্যন্ত চলে এ এক্সিবিশন। ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ৮০টিরও অধিক প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয় এ মেলার। এসব ব্র্যান্ডের পোশাক, গহনার সমাহার ছিলো এ মেলায়।
সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ আয়োজনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বারকোড রেস্টুরেন্টের পরিচালক মঞ্জুরুল আলম, মাটিটার চেয়ারম্যান ড. মুনাল মাহমুদ, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রশিদ মাইমুনুল ইসলাম।