প্রাইম ডেস্ক »
করোনার কারণে দু’বছর পর অনুুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দর্শন বিভাগের ইফতার মাহফিল। শুক্রবার চট্টগ্রাম মহানগরের ২নং গেটস্থ একটি রেঁস্তোরায় বিভাগের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজকদের এবং বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিলেমিশে বিভাগের সবাই উন্নয়নে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
এতে আর বক্তৃতা দেন দর্শন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল এবং অধ্যাপক ড. মো. ইকবাল শাহিন, সহকারী শিক্ষকগণ মাসুম আহমেদ এবং ড. শিরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মো. নাজেমুল আলম মুরাদসহ আরও অনেকে।
এদিন বিভাগের অতিত শিক্ষার্থী নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ৫৩ ব্যাচের ছাত্র ইকবাল হোসেন টিটু।
ইফতার পূর্ববর্তী প্রারম্ভিক বক্তব্য দেন চবি দর্শন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ। প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এবারের এই আয়োজন সম্পন্ন হয়।