রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
spot_img
Homeমুল পাতা২৩২৮ লিটার সয়াবিন তেল মিলল ব্যবসায়ীর বাড়িতে

২৩২৮ লিটার সয়াবিন তেল মিলল ব্যবসায়ীর বাড়িতে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগান বাজার এলাকায় এক মুদি দোকানির বাড়িতে মিলেছে অবৈধভাবে মজুত করা প্রায় আড়াই টন সয়াবিন তেল।

শনিবার (৭ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রোববারের মধ্যেই এসব তেল খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ীর বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিয়ে যাই। সেখানে ২ হাজার ৩২৮ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব তেল রোববারের মধ্যেই খোলা বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়