প্রাইম ভিশন ডেস্ক »
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ওপার বাংলার ক্রিকেট তারকা অরুণ লাল। ৬৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তার দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেছেন। সোমবার দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে ৩৭ বছর বয়সীকে বান্ধবীকে বিয়ে করেন অরুণ।
এদিন রাতে কলকাতার একটি অভিজাত হোটেলে অরুণ লাল এবং বুলবুল সাহাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলিও। আরও উপস্থিত ছিলেন সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি। সাবেকদের মধ্যে ছিলেন শরদিন্দু মুখার্জি, সৌরাশিস লাহিড়ী ও সুব্রত ব্যানার্জি প্রমুখ।
জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পাওয়ায় খুশি অরুণ লালের দ্বিতীয় স্ত্রী বুলবুল। নেটমাধ্যমে রেজিস্ট্রির ছবি পোস্ট করেন সদ্য বিবাহিতা। সেখানে হাতে মেহেদি পড়া ছবি থেকে রেজিস্ট্রি, মালা বদল, কেক কাটা সবই রয়েছে।
ছবির ক্যাপশনে বুলবুল লেখেন, এখন থেকে সামাজিকভাবে মিসেস লাল। আমাদের পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধু বান্ধবদের অসংখ্য ধন্যবাদ।