প্রাইম ভিশন ডেস্ক »
ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত ছিলেন ধারালো দায়ের কোপে পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্ন করা সেই সন্ত্রাসী কবির আহমেদ। তার অপকর্মের বিরুদ্ধে কেউ সোচ্চার হলেই ওই ব্যক্তির ওপর অত্যাচার-নির্যাতন করতেন কবির। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় র্যাব ৭-এর ক্যাম্পে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘ভূমি দখল, মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত ছিলেন কবির। এলাকার কেউ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার ওপর চড়াও হতেন তিনি। কবিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, হত্যাচেষ্টা, মারধরসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তার সহযোগী কফিলের বিরুদ্ধে ছয়টির বেশি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কবির ও কফিলের বিরুদ্ধে নতুন তিনটি মামলা হবে।’
বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কবিরকে (৩০) গ্রেফতার করে র্যাব। এদিন কবিরের সহযোগী কফিল উদ্দিনও গ্রেফতার হন।
খন্দকার আল মঈন বলেন, আসামি কবির প্রথমে বান্দরবানের দক্ষিণ হাঙর এলাকায় গা ঢাকা দেন। তার আত্মগোপনের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনে গেছে বলে আঁচ করতে পেরে কবির সেখান থেকে পালিয়ে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নেন।
তাকে ধরতে বৃহস্পতিবার রাতে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-৭ কবিরকে ধরতে অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কবির গুলি ছোড়েন। তার গুলিতে র্যাবের সিপাহি মো. আকরাম আহত হন। পরে র্যাবও গুলি চালায়। এতে কবিরের পায়ে গুলি লাগে। রাত ১০টায় অভিযান শেষ হয়।
রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পদুয়া এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন গত ২৪ মার্চ অনধিকার প্রবেশ ও মারামারির অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় পদুয়ার লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) ২ নম্বর আসামি করা হয়।
রোববার সকাল ১০টার দিকে লোহাগাড়ার থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায়।