শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মার সম্পর্ক

ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মার সম্পর্ক

চট্টগ্রামে মতুয়া সম্মেলনে ভারতীয় সহকারী হাইকমিশনার

ভারতীয় সহকারী হাইকমিশনার ডা.রাজীব রঞ্জন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মার সম্পর্ক। এ সম্পর্ক কোনোভাবেই ছিন্ন হওয়ার নয়। ভূতাত্ত্বিক সীমানা আত্মার সম্পর্ক ছিন্ন করতে পারে না।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ইপিজেড শ্রীকৃষ্ণ মন্দিরে মতুয়া সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন। ডা.রাজীব রঞ্জন বলেন, আমাদের দুই দেশের মানুষের সংস্কৃতি, ইতিহাস, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে মিল রয়েছে।

আমাদের দুই দেশের মাঝে হয়তো সীমান্ত আছে, কিন্তু বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে কোনো সীমান্ত নেই। দুই দেশের জনগণের মধ্যে আত্মার নিবিড় সম্পর্ক বিরাজমান। আর ভারত প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সবার চেয়ে আগে মনে করে। বাংলাদেশ ভারতের সম্পর্ক কোনদিন ছিন্ন হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অবিস্মরণীয়। দুই দেশের মানুষের মাঝে অন্যরকম একটা সম্পর্ক রয়েছে।

সম্মেলনে মহা আশীর্বাদক ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি মহামতুয়াচার্য্য সুব্রত ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর, মতুয়া সংঘের উপদেষ্টা শক্তিপদ গোস্বামী, ইপিজেড শ্রীকৃষ্ণ মন্দিরের সাবেক সভাপতি চন্দ্রাশিষ ভট্টাচার্য্য আশীষ, সাংবাদিক বিপ্লব পার্থ প্রমুখ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়