বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সিনিয়র সচিব

ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সিনিয়র সচিব

প্রাইম ভিশন ডেস্ক »

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ সংক্রান্ত যে সংবাদ গণমাধ্যমে এসেছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে তার মূল্য নেই। এটা ফেইক নিউজ।’

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

জাতীয় দৈনিক কালকেলায় ‘ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে।

এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ‘যে খবর বের হয়েছে তা অসত্য। আমি আমলেই নিচ্ছি না।’

প্রকাশিত স্ক্রিনশট নিয়ে এই সিনিয়র সচিব বলেন, ‘আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করেছে (কালবেলা) সেটা হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আমি এটার কিছুই জানি না।’

মোখলেস উর রহমান বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনি জানেন, আমার আগের যে নাম্বার সেটাই ব্যবহার করি।

নিউজের সত্যতা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এই সচিব বলেন, ‘আপনারা যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এসব প্রশ্ন করতে পারেন। আপনারা যারা আমাকে চেনেন, জানেন আমি কেমন। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবই। এই প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করেন, কতদূর যৌক্তিক হচ্ছে আমাকে প্রশ্ন করা।’

এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘যারা এই সংবাদ করেছে, তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি তার পেছনে দৌড়াব? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের জন্য কাজ করি। যেভাবে আছে সেভাবেই করব। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়