রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেহোন্ডা অ্যাক্টিভা স্কুটার আসছে ইলেকট্রিক ইঞ্জিনে

হোন্ডা অ্যাক্টিভা স্কুটার আসছে ইলেকট্রিক ইঞ্জিনে

প্রাইম ভিশন ডেস্ক »

হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা। এই স্কুটার এবার চলবে ব্যাটারিতে। জাপানি হোন্ডা সম্প্রতি অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন তৈরি করেছে। শিগগিরই এই ব্যাটারিচালিত স্কুটার কেনা যাবে।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল হোন্ডা অ্যাক্টিভাকে ইলেকট্রিক রূপ দিচ্ছে। এখন শোনা গেল শিগগিরই আসছে। ইতিমধ্যে এই বৈদ্যুতিক স্কুটার তৈরি করা হচ্ছে।

অটোমোবাইল ওয়েবসাইটগুলোর খবর অনুযায়ী, ইলেকট্রিক স্কুটার আনার অন্তিম পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে। সব ঠিকঠাক চললে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই লঞ্চ হবে মডেলটি। এটি হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক। জাপানের বাজারে তৈরি মডেলটি ভারতসহ এশিয়ার আরও একাধিক দেশের বাজারে হাজির হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে হোন্ডা জানিয়েছে, বর্তমানে তারা একটি ইলেকট্রিক স্কুটারের প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চালাচ্ছে, যার উপর ভিত্তি করে আগামীতে একাধিক মডেল বাজারে আনা হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই উদ্যোগ সংস্থার।

এখনও পর্যন্ত হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক সম্পর্কে বিশদে কিছু জানা না গেলেও হোন্ডা বলেছে এটি পারফরম্যান্সের দিক থেকে সংস্থার ১১০ সিসি আইসিই মডেলের সমান ক্ষমতা সম্পন্ন হবে। এ থেকে এটি স্পষ্ট যে, জাপানি সংস্থাটি সর্বসাধারণের জন্য ইলেকট্রিক স্কুটার আনার পরিকল্পনা করছে। অর্থাৎ এটি প্রিমিয়াম সেগমেন্টের হবে না। একটি ফিক্সড ব্যাটারিসহ আসবে স্কুটারটি।

প্রসঙ্গত, বর্তমানে স্কুটারের বাজারে বেস্ট সেলিং স্কুটার হোন্ডা অ্যাক্টিভা ১১০ মডেল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়