বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেপরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না: আসিফ মাহমুদ

পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না: আসিফ মাহমুদ

প্রাইম ভিশন ডেস্ক »

লেছেন, দেশের পরিস্থিতি যদি কেউ বিঘ্নিত করার চেষ্টা করে, সেটা রাজনৈতিক কিংবা নিতান্তই ছিনতাই হোক, কোনোভাবেই তা বরদাশত করা হবে না।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে এসে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এসময় কথা বলেন ঘটনাস্থল পরিদর্শনে আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায়, খুব দ্রুতই সুফল পাওয়া যাবে। ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে।

এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান। কেউ বিপদে পড়লে আশপাশের সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি।

সম্প্রতি রাজধানীসহ সারাদেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারাতেও হচ্ছে অনেককে। শুধু মঙ্গলবার রাতেই ছিনতাইকারীর চাপাতির কোপে ও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন চারজন। এরমধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত করেছে ঢামেক কর্তৃপক্ষ।

এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও এটিইউর যৌথ অভিযান। খোদ রাজধানীতেই বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়