প্রাইম ভিশন ডেস্ক »
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী খুব অল্প সময়েই অভিনয় দক্ষতা আর স্নিগ্ধ হাসিতে সবার মন জয় করে নিয়েছেন। বেশ কিছু নাটকে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। এবার এই সহশিল্পীর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন তটিনী।
পর্দায় জুটিপ্রথায় বিশ্বাসী দর্শক নজর কেড়েছেন ইয়াশ-তটিনী। তাই নিজেদের সৌভাগ্যবান দাবি করলেন এ অভিনেত্রী। এ মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে একটি নাটকের শুটিংয়ের আছেন তিনি। এ নাটকেও তটিনীর বিপরীতে আছেন ইয়াশ।
সম্প্রতি একটি গণমাধ্যমে অভিনেতা ইয়াশের সঙ্গে পর্দা ভাগাভাগি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তটিনী। শুধু তাই নয়, সহশিল্পীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তিনি। পর্দায় নিজেদের রসায়ন নিয়ে তটিনী বলেন, আমরা একসঙ্গে ১৫টির মতো নাটকে কাজ করেছি। দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছেন। আমাদের একসঙ্গে দেখে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। তিনি বলেন, আমরা দুজনে আসলেই অনেক সৌভাগ্যবান।
ইয়াশ প্রসঙ্গে তটিনী বলেন, সহশিল্পী হিসেবে ইয়াশ ভাই অসাধারণ। তার উৎসাহী ব্যক্তিত্বে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। যেহেতু তিনি আমার সিনিয়র, তাই অভিনয়ের ওপর অবশ্যই আমার চেয়ে বেশি অভিজ্ঞতা তার।
তিনি বলেন, সহশিল্পীর পাশাপাশি ইয়াশ ভাই আমার খুব ভালো বন্ধুও, কিন্তু আমি এটিও কখনো ভুলি না যে, তিনি আমার সিনিয়র। তাকে সবসময় তার প্রাপ্য সম্মানটুকু দিই আমি।