মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
spot_img
Homeমুল পাতাস্মার্টফোন হারিয়ে গেলে কী করবেন জানেন না অনেকেই

স্মার্টফোন হারিয়ে গেলে কী করবেন জানেন না অনেকেই

প্রাইম ভিশন ডেস্ক »

প্রায় প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন শোভা পায়। এই গ্যাজেট নানা কাজের সঙ্গী। তাই কোনো কারণে হারিয়ে গেলে বা চুরি হলে চিন্তা শেষ নেই। ফোন হারালে তা হলে কী করতে হবে জেনে রাখুন।

হারানো স্মার্টফোন ফিরে পাওয়া আর লটারিতে কোটি টাকা জেতার মধ্যে বড় একটা ফারাক নেই, তেমনটাই বেশিরভাগ ইউজারের অভিজ্ঞতা বলে। নম্বরগুলো সব জি-মেইল থেকে উদ্ধার করা যায় ঠিকই, তবে সাধের ছবি-ভিডিওগুলো তো আর ফেরত আসে না। সেটা কিছুটা হলেও ইউজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। পাশাপাশি, নতুন ফোন কেনার বাড়তি খরচ তো রয়েছেই।

মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল শনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।

আরও পড়ুন: স্মার্টওয়াচ আনল ওয়ালটন: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপে সেই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের অবস্থান, মানে তা কোথায় রয়েছে পরখ করা যায়। ফলে, এই অ্যাপের সাহায্যে হারানো ফোনের অবস্থান সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে, হারানো মোবাইলে লোকেশন ফিচারটি চালু থাকাও দরকার। তাহলেই কেবল ই-মেল আইডি দিয়ে লগ ইন করে, Find My Device ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন ট্রেস করা সম্ভব হবে। তা রিয়েল টাইম লোকেশন জানিয়ে দিয়ে সহজেই ইউজারকে সেখানে যেতে সহায়তা করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়