বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeমুল পাতাদেশে ডলারের তেজ কমেছে

দেশে ডলারের তেজ কমেছে

প্রাইম ভিশন ডেস্ক »

খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটে ১০০ টাকা ছাড়িয়েছিল মার্কিন ডলারের বিনিময় মূল্য। কিন্তু, তার একদিন পর আজ বুধবার (১৮ মে) ৯৮ টাকায় নেমেছে দর।

মঙ্গলবার এক ডলার প্রায় ১০৩ টাকায় লেনদেন হলেও, বুধবার তা কমে ১০০ টাকার নিচে নেমেছে বলে মুদ্রা ব্যবসায়ী ও ব্রোকাররা জানিয়েছেন।

দাম কমলেও কিছু মানি এক্সচেঞ্জ কোম্পানি জানিয়েছে, ডলারের সংকটের মধ্যে চাহিদা ক্রমে বাড়তে থাকায়- এখনও চড়াদামে রয়েছে ডলার। চাহিদা বেশি থাকায় কয়েকটি প্রতিষ্ঠান কমে যাওয়া এই দামে ডলার কিনতে পারেনি বলেও তারা জানিয়েছে।

মতিঝিল কার্ব মার্কেটের একজন ডলার বিক্রেতা মঙ্গলবার নাম না প্রকাশের শর্তে বলেছেন, “গত এক সপ্তাহে চরম আকার ধারণ করেছে ডলার সংকট। প্রতিদিনই এর দাম বাড়ছে। আমরা ডলার কিনতে পারছি না, এমনকী আজ আমি এক ডলারও কিনতে পারিনি ।” একান্ত প্রয়োজন ছাড়া এসময় কাউকে ডলার না কেনারই পরামর্শ দেন তিনি।

এর আগে গত সোমবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে। এনিয়ে দুই মাসের মধ্যে তৃতীয়বারের মতো মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে টাকার মান কমায় কেন্দ্রীয় ব্যাংক।

এসময় ডলারের আন্তঃব্যাংক লেনদেন হার ৮০ পয়সা বাড়িয়ে ৮৭.৫০ টাকা করা হয়, যা ছিল দেশের ইতিহাসে একদিনে টাকার সর্বোচ্চ অবমূল্যায়নের ঘটনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ৪ দিনের রিমান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি