শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeসংবাদ‘পশ্চিমারা চুপ করে থেকে পুতিনের আক্রমণ দেখবে না’

‘পশ্চিমারা চুপ করে থেকে পুতিনের আক্রমণ দেখবে না’

প্রাইম ডেস্ক »

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুইদিনের সফরে বর্তমানে ভারতের নয়া দিল্লিতে অবস্থান করছেন।

আর সেখানে তিনি চলমান রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন।বরিস জনসন পুতিনের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, যুক্তরাজ্য ও আমাদের মিত্ররা চুপ করে পুতিনের আক্রমণ দেখবে না।

মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ দূতাবাস চালু করার ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করেন জনসন।

শুক্রবার ভারতের নয়া দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আগামী মাসের শুরুতে অর্থাৎ মে মাসের শুরুতে কিয়েভে ব্রিটিশ দূতাবাস পুনরায় খুলে দেবে তার সরকার।

বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির অসাধারণ সাহসিকতা ও ইউক্রেনের সাধারণ জনগণ রুশ বাহিনীকে রুখে দেওয়ার কারণে ব্রিটিশ সরকার ফের কিয়েভে তাদের দূতাবাস খুলতে পারছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগেই বিদেশী দেশগুলো দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে সরে যায়।

কিন্তু কিয়েভ ও এর আশপাশের এলাকা ছেড়ে রুশ বাহিনী চলে যাওয়ার পর দূতাবাসগুলো পুনরায় খোলার কার্যক্রম শুরু হয়েছে।

তাছাড়া সাংবাদিকরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার নিয়ে আলোচনা হয়েছে। এমন প্রশ্নের জবাবে বরিস জানান, ভারত চায় রাশিয়া যেন ইউক্রেনে ছেড়ে চলে যায়।

এছাড়া বরিস জনসন জানিয়েছেন, তার মতে যুদ্ধ এ বছরের শেষ সময় পর্যন্ত চলবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়