রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeসংবাদপুলিৎজার পেলেন ইউক্রেনের সাংবাদিকরা

পুলিৎজার পেলেন ইউক্রেনের সাংবাদিকরা

প্রাইম ভিশন ডেস্ক »

রাশিয়ার সামরিক অভিযানের খবর প্রচার করায় এ বছর পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। এছাড়া পুলিৎজার বোর্ড ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (৯ মে) সাংবাদিকতা, সাহিত্য, নাটক এবং সংগীত বিভাগে পুলিৎজার পুরস্কার ২০২২ বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে ১৯১৭ সাল থেকে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ প্রকাশ করায় জনসেবা বিভাগ থেকে ‘সাংবাদিকতার নোবেল’ খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছে মিয়ামি হেরাল্ড।

অনুসন্ধানী প্রতিবেদনের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন সংবাদ মাধ্যম টাম্পা বে টাইমসের কোরি জি জনসন, রেবেকা উলিংটন এবং এলি মারে।

সম্পাদকীয় বিভাগে পুরস্কার পেয়েছেন হিউস্টন ক্রনিকলের লিসা ফালকেনবার্গ, মাইকেল লিন্ডেনবার্গার, জো হোলি এবং লুইস ক্যারাস্কোর। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে বিজয়ী হয়েছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের মার্কাস ইয়াম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়