শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
spot_img
Homeটপ নিউজচট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। একই সঙ্গে মহামারি করোনা থেকে মুক্তি কামনা করেন।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। একই সময়ে সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদসহ নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদ/ঈদগাহে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এছাড়াও নগরের প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদরাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ, হযরত শাহ সুফী আমানত খাঁন (র.) দরগাহ মসজিদ মাঠ, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, হাজী নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ, চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদরাসা, আল আমিন বাড়িয়া মাদরাসা ঈদগাহ ময়দান, জাম্বুরী ময়দান, বন্দর স্টেডিয়াম ময়দান, বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ানহাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, নাছিরাবাদ বয়েজ হাই স্কুল ময়দান, বায়তুল মামুর জামে মসজিদ, আলকরণ মহল্লা, মোহরা কাদেরীয়া ঈদগাহ ময়দান, হযরত মোল্লা মিসকিন শাহ (র.) মসজিদ ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদরাসা এ মোজাহারুল উলুম, কামাল-ই-ইসকে মুস্তফা (দ.) কমপ্লেক্স জামে মসজিদ, চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান, জসিম উদ্দিন মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদরাসা ময়দান, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ (বিপ্লব উদ্যানের বিপরীতে), গাউছুল আযম জিলানী (র.) মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাই স্কুল ময়দান, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (র.) আউলিয়া জামে মসজিদ, বক্সিরহাট মহল্লা, মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, মাদরাসা নুরীয়া ঈদগাহ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতল জুমা মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, বাংলাদেশ ইসলাম একাডেমি, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ ও মসজিদে বায়তুস সালামে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদের জামাত যথাসময়ে অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়