শুক্রবার, জুন ১৩, ২০২৫
spot_img
Homeমুল পাতাপুলিশকে নিয়মিত আইন-শৃঙ্খলা কাজে ব্যবহার করার জন্য ২টি গাড়ি হস্তান্তর

পুলিশকে নিয়মিত আইন-শৃঙ্খলা কাজে ব্যবহার করার জন্য ২টি গাড়ি হস্তান্তর

প্রাইম ভিশন ডেস্ক »

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে “KEY HAND OVER CEREMONY” অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনারহাসিব আজিজ মহোদয়।

সিএমপি কমিশনার মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোসিয়েশন (বেপজিয়া) কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে নিয়মিত আইন-শৃঙ্খলা কাজে ব্যবহার করার জন্য ২ টি Mahindra Bolero Pickup হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বেপজিয়া’র পক্ষে এস,এম খান, প্রেসিডেন্ট (বেপজিয়া) ও ব্যবস্থাপনা পরিচালক সেকশান সেভেন লিঃ, CEPZ সিএমপি কমিশনার মহোদয়ের নিকট চাবি তুলে দেন।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)  মো. হুমায়ুন কবির ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ তারেক আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় এবং বেপজিয়া’র পক্ষ হতে জনাব খাঁজা মাঈনুদ্দিন ফরহাদ, ভাইস প্রেসিডেন্ট (অর্থ,বেপজিয়া)ব্যবস্থাপনা পরিচালক, ফারকানটেক্স লিঃ,সিইপিজেড, মহসিন আহমেদ, পরিচালক, বেপজিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক, মারস স্পোর্টসওয়্যার লিঃ, KEPZ,  মসিউদ্দিন বিন মেজবাহ, নির্বাহী পরিচালক, বেপজা KEPZ, রাফাত হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, HKD International (CEPZ) Ltd., মোজাহারুল হক, ব্যবস্থাপনা পরিচালক, আর,এম ইন্টারলাইনিংস লিঃ, CEPZ, মিঃ ওয়েনসেং জেং, ব্যবস্থাপনা পরিচালক, নিউএরা ফ্যাশনস লিঃ,CEPZ, জনাব তাজওয়ার ফিরোজ হক, সিইও, কেমপেক্স বিডি লিঃ,CEPZ, আশেক মোঃ শাহাদাত হোসাইন, অতিরিক্ত নির্বাহী পরিচালক, বেপজা, KEPZ, জনাব সেলিম শেখ, জিএম, মাইডাস সেফটি বিডি লিঃ, CEPZ, জনাব মোঃ আশেক, সিইও, সি টেক্স লিঃ,CEPZ, মিঃ গোপাল, সিনিয়র অফিসার, জে জে মিলস লিঃ CEPZ গণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়